কুষ্টিয়ার মিরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোন্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে, এ খেলায় চিথলিযা ইউপি ১+০ গোলে বিজয়ী হয়েছে।
১৭ জুন ২০২৩ শনিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় দ্বিতীয় রাউন্ডে অংশ গ্রহন করেন বারুইপাড়া ইউনিয়ন পরিষদ বনাম চিথলিয়া ইউনিয়ন পরিষদ একাদশ। বারুইপাড়া ইউনিয়নকে ০+০১ গোলে পরাজিত করে বিজয়ী হয়েছে- চিথলিয়া ইউনিয়ন পরিষদ একাদশ।
এ সময় চিথলিয়া ও বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামূল হক বাবলু এবং শফিকুর রহমান মন্টু ডাক্তারসহ উভয় পরিষদের মেম্বারবৃন্দ উপস্থিত থেকে খেলোয়ারদের উৎসাহ প্রদান করেন।
খেলার সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজাউল করিম। ধারাভাষ্যে ছিলেন সহকারী শিক্ষক শাহিন আলী ও সাংবাদিক হুমাযুন কবির হিমু। খেলাটি পরিচালনা করেন সাবেক খেলোয়াড় ও ব্যবসায়ী রফিক ষ্টোরের এমডি মোহাম্মদ রফিক, সহকারী পরিচালক ছিলেন এবং আগামী খেলা পরিচালনা করবেন জাহাঙ্গীর মাসুদ, মাহাবুল হক, সাইফুল ইসলাম ও শফিকুল ইসলাম শফিক। বিজয়ী দলে দু’জন কৃতি খেলোয়াড়কে নগদ অর্থ প্রদান করে উৎসাহ প্রদান করেন চেয়ারম্যান এনামূল হক বাবলু। এ খেলায় সকল ইউনিয়ন পরিষদের খেলোয়াড়বৃন্দ অংশ গ্রহনে করেন।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ১৭,২০২৩//

Discussion about this post