Print Date & Time : 21 August 2025 Thursday 11:09 am

মিরপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

কুষ্টিয়ার মিরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের গতকাল বৃহস্পতিবার সকালে এক বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময়ে উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন, স্থানীয় সংসদ সদস্য হাসানুল হক ইনুর পক্ষে কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ ও উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সৈয়দা রাশিদা বেগমের পক্ষে তার প্রতিনিধিগণ, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হারুন অর রশিদ, উপজেলা আওয়ামীলীগের পক্ষে সভাপতি অ্যাডঃ আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক কামারুল আরেফিন, পৌরসভার পক্ষে মেয়র হাজী এনামুল হক, মিরপুর থানার পক্ষে ওসি গোলাম মোস্তফা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে সাবেক কমান্ডার নজরুল করিম ও আফতাব উদ্দিন খান, প্রেসক্লাবের পক্ষে সভাপতি কাঞ্চন কুমার হালদার, পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষে সমিতি বোর্ডের সভাপতি কাঞ্চন কুমার হালদার ও ডেপুটি জেনারেল ম্যানেজার আনন্দ কুমার কুন্ডু, উপজেলা যুবলীগের পক্ষে সভাপতি আবুল কাশেম জোয়ার্দ্দার ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম বিশ্বাসসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পন করেন। 

পরে বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে আলোচনা সভা ও জন্মবার্ষিকী কেক কাটা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন। উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারকের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ আব্দুল হালিম, মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম প্রমুখ। 

পরে  শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, কবিতা পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরষ্কার বিতরণ করা হয়।