৭ই মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন মিরপুর উপজেলা জাসদ। সোমবার সকালে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু’র পক্ষ থেকে মিরপুর উপজেলা চত্বরে অবস্থিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জাসদের নেতৃবৃন্দ পুস্পমাল্য অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী, উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন, বহলবাড়ীয়া ইউনিয়ন জাসদের সভাপতি সাইদুর রহমান মন্টু, জেলা জাসদের সদস্য জালাল উদ্দিন মেম্বার, চিথলিয়া ইউনিয়ন জাসদের সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ ছাত্রলীগ জেলা শাখার সাধারন সম্পাদক মীর মুখতিছুর রহমান মির্জা, পৌর ছাত্রলীগ শাখার সভাপতি মাহফুজুর রহমান রাব্বি প্রমুখ।
এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ০৭,২০২২//