মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।। কুষ্টিয়ার মিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানসমুহে মাসব্যাপী জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (২৮ আগষ্ট) সকালে পৌরসভার নওপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিনুল আলম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র হাজী এনামুল হক।
এতে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, সহ-সভাপতি রাশেদুজ্জামান রিমন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ঈমান আলী বিশ্বাস, জিহাদ শেখ, জাহেদ হোসেন, আনিছুর রহমান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল হক তরুণের পরিচালনায় এ সময়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিউর রহমান রাজু, মাহাবুল হক, সাইদুর রহমান, মোমেনারা বেগম, রুশিয়া খাতুন, শাম্মী আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
আর//দৈনিক দেশতথ্য//২৮ আগষ্ট-২০২২