Print Date & Time : 28 July 2025 Monday 10:42 pm

মিরপুরে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

কুষ্টিয়ার মিরপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের আমতলায় স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাসে সভাপতিত্বে মিরপুরের মেয়র হাজী এনামুল হক, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হারুন অর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার, বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্টু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুম মনিরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আনন্দ কুমার কুন্ডু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুল ইসলাম নান্নু, উপজেলা সহকারী প্রোগ্রামার মিরাজুল ইসলাম, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজওয়ান আহমেদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা সবুজ ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণক জিন্নাত জাহান, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা রাশেদ আহমেদ, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মনোজ কুমার ইন্দ্র, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময়ে ৬ জন দুঃস্থ নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।

এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০৮,২০২৩//