মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে আসিফ (১৮) নামে এক নিহত হয়েছে। এ ঘটনায় আরো ২ জন আহত হয়েছে।
নিহত আসিফ উপজেলার ধুবইল ইউনিয়নের কালিকাপুর গ্রামের মতিয়ার রহমান মধুর ছেলে।
নিহত আসিফ পেশায় দিনমজুর ছিলেন। সোমবার (১ আগষ্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধুবইল ইউনিয়নের কালিকাপুর মাঠে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে ধুবইল ইউনিয়ন পরিষদের সদস্য শাহজামাল বরুন বলেন, কালিকাপুর গ্রামের বরইতলা মাঠে আসিফসহ ৩ জন ঘাস কাটতে ছিলো। এ সময় বজ্রপাতে আসিফ ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আসিফের অপর ২ সঙ্গী গ্রাম পুলিশ মামুন ও জাকিরুল ইসলাম মারাত্বক আহত হয়। আহতদের মধ্যে জাকিরুল ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ড ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপজেলা পরিবেশ ও মানবাধিকার সংরক্ষন কমিটির সভাপতি আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার বলেন, প্রতিনিয়ত বিপুল পরিমানের বৃক্ষ নিধন করার কারণে প্রাকৃতিক ভারসাম্য ক্ষতিগ্রস্থ হচ্ছে। ফলে বজ্রপাতসহ নানা প্রাকৃতিক দুর্যোগ ও প্রাণহানীর ঘটনা বৃদ্ধি পাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তিনি তাল-নারিকেলসহ বেশি বেশি বৃক্ষরোপনের আহ্বান জানান।
আর//দৈনিক দেশতথ্য//১ আগষ্ট-২০২২//

Discussion about this post