স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার মিরপুর উপজেলার পাহাড়পুর বাধাগ্রস্থ শিশু বিদ্যালয় পরিদর্শন করেন মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ এস এম মুসতানজীদ লোটাস।
এ সময়ে তিনি বিদ্যালয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি খাতুনের সভাপতিত্বে এ সময়ে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, আরোহী সংস্থার সাবেক নির্বাহী পরিচালক হোসেন শহীদ সরোয়ার্দী ফেমাস, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা খাতুন, রজনী খাতুন, ফাতেমা-তুজ-জোহুরা, সুলতানা পারভীন, তাসমীম আক্তার, তাসলিমা খাতুন, ঝর্না খাতুন, হয়রত আলী, শিরিনা খাতুন, সানজিদা খাতুন, জাকিরুল ইসলাম, নাজমুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও তিনি প্রতিবন্ধীদের পাঠদান ও স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ প্রদান, শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এসময়ে তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডে পাশে থাকার অঙ্গীকার করেন।
দৈনিক দেশতথ্য//এস//

Discussion about this post