Print Date & Time : 23 April 2025 Wednesday 12:33 am

মিরপুরে বিএনপি’র আয়োজনে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে- ০২ সেস্টেম্বর ২০২৪  সোমবার বিকালে মশান বাজারে বারুইপাড়া ইউপি বিএনপি’র আয়োজনে বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 এ সভার সভাপতিত্বে করেন বারুইপাড়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন তৌহিদের সভাপতিত্বে ও বারুইপাড়া ইউনিয়ন বিএনপি’র প্রচার সম্পাদক রাশেদুর রহমান রনজু’র পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মিরপুর উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক আফজাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা যুবদলের সহ-সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি আজাদুর রহমান আজাদ বিশ^াস, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের নেতা এমদাদুল হক ইমদাদ। 

বক্তব্য প্রদান করেন জেলা কৃষক দলের সদস্য শহীন শেখ, মিরপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম শরিফ, উপজেলা স্বেচ্ছা সেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল মোমিন, মিরপুর পৌর যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া, বিএনপি’র বারুইপাড়া ইউনিয়ন নেতা সেলিমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। 

বক্তাবৃন্দ বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ মিরপুর-ভেড়ামারা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীকে  এমপি হিসাবে দেখতে চাই। এর জন্য প্রতিটি ওয়ার্ডে ও পাড়া মহল্লায়  সাধারণ মানুষের সাথে বসেমত বিনিময় করে ভোট চাইতে হবে।  

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৩ সেপ্টেম্বর ২০২৪