মিরপুর প্রতিনিধি ॥ দেশের শান্তি-স্থিতিশীলতার প্রয়োজনেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো জরুরি বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম।
তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, বিলম্ব না করে দেশনেত্রীকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। সারা দেশের মানুষ খালেদা জিয়ার মুক্তি চায় এবং তার সুচিকিৎসা চায়। আপনারা জানেন, বেগম জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। কিন্তু এ সরকার কর্ণপাত করছে না। যদি খালেদা জিয়ার কিছু হয় তাহলে এই দায় সরকারকেই নিতে হবে। আমরা আশা করবো, সরকারের শুভবুদ্ধির উদয় হবে। অবিলম্বের আমাদের প্রিয় নেত্রীকে মুক্তি দেয়া হবে এবং তাকে বিদেশে চিকিৎসা নেয়ার ব্যবস্থা করা হবে। তা না হলে রাজপথে কঠোর আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে।
শুক্রবার সকাল ১০টায় কুষ্টিয়া জেলার ভেড়ামারাস্থ নিজ বাসভবনে মিরপুর উপজেলা ও ফুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী, শিক্ষা বিষয়ক সম্পাদক শাহ আলম, ফুলবাড়ীয়া ইউনিয়ন যুবদলের সভাপতি গোলাম মোস্তফা, ফুলবাড়ীয়া ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাজী রাহাত আলী মেম্বার, ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আমজাদ হোসেন, বিএনপি নেতা আরিফুল ইসলাম, আসাদুর রহমান, যুবনেতা জাহাঙ্গীর আলম প্রমুখ।