মিরপুর প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে বিজিবির উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে কুষ্টিয়া সেক্টর ও ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের যৌথ উদ্যোগে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৪৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণের আরিফুল হক।
এ সময়ে কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর মেহেদী হাসান, ৪৭ বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলাম, কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক পারভেজ শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময়ে অতিথিবৃন্দ এলাকার ২শ’ দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৭ মার্চ ২০২৪

Discussion about this post