কুষ্টিয়ার মিরপুরে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া ডায়াবেটিস সমিতি ও মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিস হসপিটালের যৌথ উদ্যোগে গতকাল শুক্রবার সকালে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের খাদিমপুরস্থ মোমতাজুল উলুম দাখিল মাদরাসা চত্বরে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ভার্চুয়ালি এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ ডায়াবেটিস সমিতি সভাপতি জাতীয় অধ্যাপক ডাঃ এ কে আজাদ। কুষ্টিয়া ডায়াবেটিস সমিতির সভাপতি মতিউর রহমান লাল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মিরপুর-ভেড়ামারা আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশি নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ এস এম মুসতানজীদ লোটাস।
প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সিনিয়র কনসলট্যান্ট ডাঃ মুসা কবীর। এতে বিশেষ অতিথি ছিলেন বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সাইদুল। স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান টরলিন।
এ সময়ে ইসলামি বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগের পরিচালক ড. আমানুর আমান, শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক হাসপাতালের সার্জন ডাঃ বায়েজিদ বোস্তামি, কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. আব্দুল করিম, মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিস হসপিটালের মেডিকেল অফিসার ডাঃ হুমায়ুন কবির, বহলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মানিক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান শুভ, মাদরাসার মুয়াল্লিম আতিকুর রহমান সুজন প্রমুখ। পরে চিকিৎসকবৃন্দ দিনব্যাপী প্রায় ৩ শতাধিক রোগীর ব্যবস্থাপত্র প্রদান করেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১২ মে ২০২৩