কুষ্টিয়ার মিরপুর উপজেলাতে প্রানীসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর শনিবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়ন এর মাজিহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১০দিনব্যাপি এ পিপিআর টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয়- পিপিআর রোগের টিকা দিন, ছাগল ও ভেড়া সুস্থ রাখুন।মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদফতরের অধীনে পিপিআর রোগ নির্মুল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দেশব্যাপী ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মুলে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ আল মামুন হোসেন মন্ডল।
মিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা প্রানীসম্পদ ও ভেটেরিনারি কর্মকর্তা ডাক্তার এস এম মাহমুদুল হক, কুর্শা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আব্দুল হান্নান,কুর্শা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরামুল হক।
মিরপুর উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা মাহমুদুল হক বলেন, ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত পিপিআর রোগ নির্মুল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় সারা দেশে একযোগে পিপিআর রোগের টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হবে।
সারা দেশব্যাপি গনটিকা প্রদান কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার ১৩ টি ইউনিয়ন ও ১ পৌরসভাতে বিনামূল্যে পিপিআর রোগের টিকা প্রদান করা হবে। প্রতিদিন সকাল ৬ টা থেকে এ টিকাদান কর্মসুচি চলবে। টিকাদান কার্যক্রম ২৮ টি গ্রুপ ভাগ হয়ে ২৭৭৯৫০ হাজার ডোজ টিকা ছাগল ও ভেড়াকে টিকা প্রদান করা হবে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৩০ সেপ্টেম্বর ২০২৩

Discussion about this post