মিরপুর প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুরে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বন্ধন সংস্থার উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় শনিবার বিকেলে জেলার মিরপুর উপজেলার আমলা বাজারে বন্ধন সংস্থার কার্যালয়ে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
বন্ধন সংস্থার সভাপতি আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল লতিফ শেখ।
এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মুরাদ হোসেন, মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাঞ্চন কুমার হালদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক তাহাজ্জেল হোসেন বাদশ।
সংস্থার সমন্বয়কারী খায়রুল আলমের পরিচালনায় এ সময়ে প্রশিক্ষক শেফালী খাতুন, সংস্থার মাঠকর্মী আব্দুর লতিফ, রইচ উদ্দিন, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ প্রশিক্ষিত ২৮ জন হতদরিদ্র মহিলার হাতে বিনামূল্যে সেলাই মেশিন তুলে দেন।

Discussion about this post