Print Date & Time : 22 August 2025 Friday 9:26 am

মিরপুরে বিপুল পরিমাণ মদসহ পিতা-পুত্র আটক

মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়ার মিরপুরে বিপুল পরিমাণের দেশী  তৈরি বাংলা মদসহ পিতা-পুত্রকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে মিরপুর বাজারপাড়ার পাবলিক টয়লেট সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠানে মিরপুর থানার এসআই চাঁদ আলীর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ১শ’ লিটার দেশী  তৈরি বাংলা মদসহ পৌরসভার সুলতানপুর মহল্লার মৃত হাজারী লাল ঘোষের ছেলে হরেন ঘোষ ও তার ছেলে সুভাষ ঘোষকে আটক করে।

হরেন ঘোষ দির্ঘদিন যাবত মিরপুর বাজারের বিভিন্নস্থানে দোকান ঘর ভাড়া নিয়ে প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ২৪(খ) ধায়ার স্থানীয় থানায় মামলা হয়েছে। মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। উল্লেখ্য হরেন ঘোষ এলাকায় চিহিৃত মাদক ব্যবসায়ী। সে একাধিকবার আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হলেও অদৃশ্য কারণে তার মাদক ব্যবসা বন্ধ হয়নি। তার অধিকাংশ খদ্দের স্কুল-কলেজের শিক্ষার্থী ও যুব সমাজ। প্রকাশ্যে তার মাদক ব্যবসার কারণে এলাকার উঠতি বয়সীয় যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে।

আর//দৈনিক দেশতথ্য//২০ সেপ্টেম্বর-২০২২