কুষ্টিয়ার মিরপুরে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও সুধীজনদের সাথে খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন মতবিনিময় করেছেন।
গতকাল ১৪ মার্চ-২০২২ সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারী জনগণের সেবক। তাই সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া তাদের দায়িত্ব। মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদানের কথা স্বীকার করতে হবে। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, মুক্তিযোদ্ধা ও প্রবীনদের যথাযথ সম্মান দিতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদেরের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন।
এ সময়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ আব্দুল হালিম, পৌর মেয়র হাজী এনামুল হক, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হারুন অর রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম, আফতাব উদ্দিন খান, সাবেক আহবায়ক মোশারফ হোসেন, মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন মতবিনিম সভার পূর্বে তিনি ৩ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ এবং শেষে উপজেলা চত্বরে একটি আম গাছের চারা রোপন করেন।