মারফত আফ্রিদী, মিরপুর: ‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার মিরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ দিবস পালিত হয়।
অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিজভী ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, বিশ্বের মতো আমাদের বাংলাদেশের তরুণ-যুব জনগোষ্ঠীও একটি বড় সংখ্যা, বড় চ্যালেঞ্জ ও বড় সম্ভাবনার। এ জনগোষ্ঠীর সবার সুযোগ গ্রহণে সমান প্রবেশগম্যতা ও সুযোগকে কাজে লাগাতে প্রতিবন্ধকতা দূর করা প্রান্তিক বা পিছিয়ে থাকা মানুষদের দিকে বিশেষ দৃষ্টি রাখা। একজন তরুণ-যুবা সাধারণত জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পছন্দকে বেছে নেন বা সিদ্ধান্তে উপনীত হন, কখন এবং কীভাবে পরিবার গঠন করবেন তা নিয়ে। একটি উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে কর্মক্ষম তরুণ প্রজন্মকে দক্ষ, সুশিক্ষিত ও সুস্বাস্থ্যের অধিকারী হিসেবে গড়ে তোলা আবশ্যক।
তিনি আরো বলেন ‘দক্ষ জনগোষ্ঠী দেশের সম্পদ। আমাদের দেশের বিপুল জনগোষ্ঠীর শিক্ষা, সুস্বাস্থ্য, জীবনমান এবং ক্ষমতায়নের ওপর নির্ভর করে দেশের আর্থসামাজিক উন্নয়ন। শুধু স্বাধীনভাবে বেঁচে থাকা কিংবা পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে পছন্দমতো সিদ্ধান্ত গ্রহণই যথেষ্ট নয়, টেকসই উন্নয়ন, উন্নত জীবন ব্যবস্থা এবং সমাজের শান্তি-শৃঙ্খলা নিশ্চিত একান্ত প্রয়োজন।
এসময় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পিযূষ কুমার সাহা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মমতাজ উদ্দিন আহমেদ ও মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রিদী।

Discussion about this post