Print Date & Time : 6 July 2025 Sunday 4:19 am

মিরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি ।। কুষ্টিয়ার মিরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে এক বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন, মেডিকেল অফিসার (এমওএমসিএইচএফপি) ডাঃ মুনমুন নেছা, উপজেলা সমবায় কর্মকর্তা নাজবীন আখতার, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউর রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জান্নাতুল কাওছার।

আর//দৈনিক দেশতথ্য//২৬ জুলাই-২০২২//