কুষ্টিয়ার মিরপুরে কমিউনিটি পর্যায়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে।
‘পুষ্টি পরিবেশ এবং অর্থনৈতিক উন্নয়নে টেসই দুগ্ধ শিল্প’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলায় কমিউনিটি পর্যায়ে দুধ এবং দুগ্ধজাত পণ্য উৎপাদন, বাজারজাতকরণ এবং গ্রহণের গুরুত্ব বিষয়ক প্রদর্শনী ও প্রচারণা অনুষ্ঠিত হয়।
ফিড দ্যা ফিউচার বাংলাদেশ লাইভস্টক অ্যান্ড নিউট্রিশন এক্টিভিটির আয়োজনে এবং ইউএসএআইডির অর্থায়নে সোমবার (৬ জুন) সকালে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের কচুয়াদহ গ্রামে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালিত হয়।
কচুয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান চায়না খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এস এম মাহমুদুল হক। অনুষ্ঠানটি পরিচালনা করেন এসিডিআই ভোকার ফিল্ড কো-অডিনেটর শামীম আলম।
অনুষ্ঠানে ১শ’ ১০ জন স্থায়ীয় খামারী ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। পরে শিশু ও কিশোরদের মধ্যে দুধ বিতরণ করা হয়।
আর//দৈনিক দেশতথ্য//৬ জুন-২০২২//

Discussion about this post