কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার (১২ মে) সকালে পোড়াদহ বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদেরের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারা অনুযায়ী সাকিব ফার্মেসিকে ৫০ হাজার টাকা। লাইসেন্স গ্রহন ব্যতিরেকে সয়াবিন পাম ও সরিষার তেল গুদামজাত করার অপরাধে কৃষি বিপনন আইনের ৬ (১)/১৯ (১) (ক) ধারা অনুযায়ী মেসার্স পাল ভাণ্ডারকে ২০ হাজার টাকা এবং লাইসেন্স ব্যতীত মৎস্য ও পশুখাদ্য বিক্রয় করায় মৎস্য ও পশুখাদ্য আইনের ৪/২০ ধারা আনুযায়ী ভাই ভাই ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করেন। এসময়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হারুন অর রশিদ, উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের ভেটেনারী সার্জন ডাঃ সোহাগ রানাসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
রিমন//দৈনিক দেশতথ্য//১২ মে-২০২২//