কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সাহেব নগর এলাকায়় (১ নভেম্বর ২০২৩) বুধবার সকালে কুষ্টিয়া-পাবনা সড়কে মটর সাইকেলের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী সিমাম (১৫) মারা গেছেন। নিহত সিয়াম উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের সাহেব নগর গ্রামের যুবলীগ নেতা মিজানুর রহমান মিলনের ছেলে।
সূত্রে জানান- সকালে সড়কের পাশে দাঁড়িয়ে ২ বন্ধু গল্প করতে ছিল। এ সময় একটি মোটর সাইকেল চালক সজোরে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে। আহত সিয়ামকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মোটরসাইকেল চালকের অবস্থা আশংকাজনক। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ০১,২০২৩//