মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার আজমপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী, অভিভাবক সদস্য ও পরিচালনা পর্ষদের সাথে শিক্ষার মান উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড় ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী। বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়ারত আলীর সঞ্চালনে বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ শরিফুল ইসলাম, অধ্যক্ষ শহিদুল ইসলাম, চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল বাকী, আমলা জাহানারা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম, নিমতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, আজমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.স.ম পারভেজ, উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন, সদস্য ফরিদ উদ্দিন, আমলা ইউনিয়ন জাসদের সভাপতি আজাম্মেল হক ও সাধারন সম্পাদক রবিউল ইসলাম সেন্টু। এসময় স্থানীয় জাসদ নেতা আলম মেম্বার ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ পরিচালনা পর্ষদের বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন। সভা শেষে বিদ্যালয়টিতে কুষ্টিয়া-২ মিরপুর-ভেড়ামারা আসনের সংসদ সদস্য জননেতা হাসানুল হক ইনু’র অনুদানের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করে অতিথিবৃন্দ।

Print Date & Time : 12 May 2025 Monday 12:51 pm