Print Date & Time : 15 May 2025 Thursday 4:52 am

মিরপুরে মহান বিজয় দিবস পালিত

 কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। শনিবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তপোধ্বনী মধ্যদিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। 

পরে স্মৃতিসৌধে শহীদদের স্মরণে উপজেলা পরিষদের পক্ষে উপজেলা ভারপ্রাপ্ত  চেয়ারম্যান  আবুল কাশেম জোয়ার্দ্দার ও মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও জহুরুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হারুন-অর-রশিদ, মিরপুর থানার পক্ষে অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ  ও পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম, মিরপুর পৌরসভার পক্ষে মেয়র হাজী এনামুল হক, আওয়ামীলীগের পক্ষে সভাপতি অ্যাড. আব্দুল হালিম ও সহ সভাপতি আনোয়ারুজ্জামান মজনু, উপজেলা জাসদের পক্ষে সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে সাবেক কমান্ডার নজরুল করিম ও আফতাব উদ্দিন খান, প্রেসক্লাবের পক্ষে সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষে সভাপতি আব্দুল্লাহ-আল-মতিন লোটাস ও সাধারণ সম্পাদক অ্যাডঃ আল মুজাহিদুল ইসলাম মিঠু পুষ্পমাল্য অর্পন করেন। 

সূর্যোদয়ের সাথে সাথে  সকল সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন সমুহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকল ৯ টায় ফুটবল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 দুপুরে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বাদ যোহর ও সুবিধাজনক সময়ে মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে জাতির অগ্রগতি, সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ প্রর্থনা করা হয়। বিকেলে প্রীতি ফুটবল খেলা ও সন্ধ্যায় প্যারীসুন্দরী মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৭ ডিসেম্বর ২০২৩