Print Date & Time : 24 April 2025 Thursday 4:10 am

মিরপুরে মাংস প্রক্রিয়াজাতকারীদের প্রশিক্ষণ

মারফত আফ্রিদী, মিরপুর :
আমিষেই শক্তি, আমিষেই মুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিন ব্যাপী মাংস প্রক্রিয়াজাতকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম।
বিশেষ অতিথি’র বক্তব্য দেন, উপজেলা প্রাণি সম্পদক কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফি ও মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রিদী। এসময় উপজেলা ও মিরপুর পৌরসভার বিভিন্ন মাংস ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।