কুষ্টিয়ার মিরপুরে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ২০২৩_২০২৪ অর্থ বছরের রাজস্ব খাতে বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে এ মাছের পোনা অবমুক্ত করণ করা হয়।
সকালে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম। এ সময়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এস এম মাহমুদুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন আখতার, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন উপজেলার ১২টি পুকুর ও ২টি জলাশয়ে ৪শ’ ৮২ কেজি রুই মাছের পোনা অবমুক্ত করণ করা হয়।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৭ আগস্ট ২০২৩

Discussion about this post