Print Date & Time : 10 May 2025 Saturday 3:21 pm

মিরপুরে মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সভা

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে কমিউনিটি পর্যায়ে অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকালে চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহেল বাকীর সভাপতিত্বে পিএসই প্রকল্পের কার্যক্রম বিজ্ঞান শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ আমজাদ হোসেন এবং প্রকল্প কর্মকর্তা রিমন আহমেদ।

বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্পের অধীনে সেতু সংস্থা এই সভার আয়োজন করে।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে এগিয়ে আসার জন্য এবং বিদ্যালয়ে বেশি বেশি করে বিজ্ঞান চর্চায়ও এগিয়ে আসতে হবে। যার ফলশ্রুতিতে সরকারের রূপকল্প বাস্তবায়নে এখন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে পারলে, তারা একদিন খ্যাতনামা বিজ্ঞানী হয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসবে বলেও জানান তারা।

এসময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//