Print Date & Time : 11 May 2025 Sunday 10:26 pm

মিরপুরে মা সমাবেশ অনুষ্ঠিত

কুষ্টিয়ার মিরপুর উপজেলার কবরবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নসহ সন্তানের প্রতি মায়েদের দায়িত্ব ও করনীয় বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুন) সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুরাদ হোসেনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা খাতুনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ সভাপতি বিপুল হোসেন, বারুইপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আবদার হোসেন, সবজেল, আরিফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন সাহাঙ্গীর কবীর পলাশ।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। সন্তানের জীবনের প্রথম শিক্ষার হাতেখড়ি মায়ের কাছ থেকেই শুরু হয়। মা একজন সন্তানের জীবনে অনন্য ভূমিকা পালন করেন। মা একটু সচেতন হলেই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন। বক্তারা সন্তানের পড়ালেখায় মায়েদের আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান।

সমাবেশে ছাত্রছাত্রীসহ এলাকার শতাধিক মায়েরা অংশ গ্রহণ করেন।

আর//দৈনিক দেশতথ্য//১৩ জুন-২০২২//