কুষ্টিয়ার মিরপুর উপজেলার বীর মক্তিযোদ্ধাদের মধ্যে সনদপত্র ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মিরপুর উপজেলা পরিষদের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংসদের বাস্তবায়নে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেরা উপহারপত্র ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।
মিরপুর উপজেলা নিবার্হী অফিসার আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল করিমের সঞ্চালনায় এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ব্যবস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন খান, সাবেক কমান্ডার মোশাররফ হোসেন প্রমুখ।
৪৫৩ জন মুক্তিযোদ্ধার মধ্যে এই সনদ পত্র ও স্মার্ট কার্ড বিতরণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে সকল বীর মুক্তিযোদ্ধাবৃন্দ অত্যন্ত আনন্দিত এবং গৌরব অনুভব করছেন বলে প্রতিক্রিয়া ব্যাক্ত করেন।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২৪,২০২২//

Discussion about this post