Print Date & Time : 5 May 2025 Monday 5:04 pm

মিরপুরে মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিনের স্মরণ সভা 

মিরপুর প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আফতাব উদ্দিন খানের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম। 

এ সময়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোশাররফ হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার এনামুল হক বিশ্বাস, সাবেক সহকারী কমান্ডার আমজাদ হোসেন, বহলবাড়ীয়া ইউনিয়নের কমান্ডার পলান আলী, ধুবইল ইউনিয়নের কমান্ডার আকুবর হোসেন, চিথলিয়া ইউনিয়নের কমান্ডার নাসির উদ্দীন, সদরপুর ইউনিয়নের কমান্ডার রাহাত আলী, মালিহাদ ইউনিয়নের কমান্ডার রমজেদ আলী, কুর্শা ইউনিয়নের ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন, আমলা ইউনিয়নের ডেপুটি কমান্ডার আশকর আলী, বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন প্রমুখ।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৭ ফেব্রুয়ারী ২০২৪