কুষ্টিয়ার মিরপুরে ধুবইল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে সামনে রেখে প্রধান শিক্ষক আব্দুল কাদেরকে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা। শনিবার দুপুরে প্রধান শিক্ষকের বাড়ীতে এ ঘটনা ঘটে। ওই সময় প্রধান শিক্ষক আব্দুল কাদের বাড়ীতে ছিলেন না।
প্রধান শিক্ষক আব্দুল কাদেরের স্ত্রী জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টায় দুজন অজ্ঞাত ব্যক্তি বাড়ীর মধ্যে প্রবেশ করে আমার স্বামী কোথায় আছে সেটা জানতে চায়। এরপর তারা দেশীয় অস্ত্র প্রদর্শন করে আমার স্বামীকে উদ্দেশ্যে করে বলে, স্কুলের নির্বাচন বন্ধ না করলে দু-একদিনের মধ্যে তাকে (আব্দুল কাদের) পৃথিবী থেকে সরিয়ে দেয়া হবে।
পরবর্তীতে পরিবারের মাধ্যমে স্কুলের প্রধান শিক্ষক বিষয়টি জানতে পেরে ৯৯৯ এ ফোন করে। মিরপুর থানার এসআই আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন।
এঘটনায় ধুবইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। প্রধান শিক্ষক আব্দুল কাদের ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।
উল্লেখ্য চলতি বছরের আগামী ৬ ফেব্রুয়ারী ধুবইল মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
খালিদ সাইফুল,দৈনিক দেশতথ্য ,২১ জানুয়ারি ২০২৩