মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি ।। কুষ্টিয়ার মিরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে।
শনিবার (২৩ জুলাই) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফুল ইসলাম তার কার্যালয়ে সাংবাদিকদের এ মতবিনিময় করেন।
এ সময়ে তিনি জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচী তুলে ধরে বলেন, প্রথম দিন সাংবাদিকদের সাথে মতবিনিময় ও দিনব্যাপী মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচারণা। ২৪ জুলাই দ্বিতীয় দিন জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী, আলোচনা সভা, মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় ৪ জন সফল মৎস্য চাষীকে পুরুষ্কার প্রদান, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য খাতে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শণ। ২৫ জুলাই তৃতীয় দিন প্রান্তিক পর্যায়ের মৎস্যজীবীদের সাথে মতবিনিময়। ২৭ জুলাই পঞ্চম দিন মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা। ২৮ জুলাই ষষ্ঠ দিন সুফলভোগীদের প্রশিক্ষণ প্রদান ও ২৯ জুলাই সপ্তম দিন জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান। এ ছাড়াও সপ্তাহব্যাপী উপজেলার বিভিন্ন হাট বাজার, খাল ও নদীতে অবৈধ জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হবে।
মতবিনিময় সভায় মৎস্য অধিদপ্তরের ক্ষেত্রসহকারী আশরাফুল হক, ইমরান মোল্লা, মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আর//দৈনিক দেশতথ্য//২৩ জুলাই-২০২২//