Print Date & Time : 11 May 2025 Sunday 2:11 am

মিরপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময়

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি ।। কুষ্টিয়ার মিরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে।

শনিবার (২৩ জুলাই) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফুল ইসলাম তার কার্যালয়ে সাংবাদিকদের এ মতবিনিময় করেন।

এ সময়ে তিনি জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচী তুলে ধরে বলেন, প্রথম দিন সাংবাদিকদের সাথে মতবিনিময় ও দিনব্যাপী মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচারণা। ২৪ জুলাই দ্বিতীয় দিন জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় ৪ জন সফল মৎস্য চাষীকে পুরুষ্কার প্রদান, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য খাতে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শণ। ২৫ জুলাই তৃতীয় দিন প্রান্তিক পর্যায়ের মৎস্যজীবীদের সাথে মতবিনিময়। ২৭ জুলাই পঞ্চম দিন মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা। ২৮ জুলাই ষষ্ঠ দিন সুফলভোগীদের প্রশিক্ষণ প্রদান ও ২৯ জুলাই সপ্তম দিন জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান। এ ছাড়াও সপ্তাহব্যাপী উপজেলার বিভিন্ন হাট বাজার, খাল ও নদীতে অবৈধ জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হবে।

মতবিনিময় সভায় মৎস্য অধিদপ্তরের ক্ষেত্রসহকারী আশরাফুল হক, ইমরান মোল্লা, মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আর//দৈনিক দেশতথ্য//২৩ জুলাই-২০২২//