Print Date & Time : 7 July 2025 Monday 4:54 am

মিরপুরে রহমত আলী রব্বানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল 

মিরপুর প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক রহমত আলী রব্বানের সুস্থতা কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মিরপুর পৌর ০৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে গতকাল শনিবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় মিরপুর পৌরসভার মোশারফপুরে এ সভা অনুষ্ঠিত হয়।

মিরপুর পৌর ০৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাশিদুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক বাবু,সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল হক মুকুল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারন সম্পাদক ইব্রাহিম আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক আলতাফ হোসেন,সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান বাবু, পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খান জিল্লু।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা সেলিম হোসেন,শিল্পু,তহিরুল,শাহিনুল ইসলাম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ বলেন – শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক,গণতন্ত্রের মুক্তি আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্থাভাজন সৈনিক,দেশনায়ক তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার,মিরপুর উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারন সম্পাদক রহমত আলী রব্বান ভায়ের উপর গত ২৪ সেপ্টেম্বর মিরপুর ঈগল চত্বরে আওয়ামী দোসরদের একটি গ্রুপ নির্মম সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর আহত করে।মিরপুর পৌর বিএনপির পক্ষ থেকে তার উপর এই নারকীয় হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের জটিল রোগী হওয়ার কারনে আহত অবস্থায় তার চিকিৎসা এক জটিলতার মূহুর্ত অতিক্রম করছে।

তাই তার আশু রোগ মূক্তি কামনায় তিনি আপনাদের সবার কাছে দোয়া চেয়েছেন।ব্যক্তি ও দলগত বিভেদ ভূলে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন