মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধের তৃতীয় দিনে স্বাস্থ্যবিধি ও কঠোর বিধি নিষেধ না মানায় ৭ জনকে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রবিবার (২৫ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান এ অভিযান পরিচালনা করেন।
সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান লকডাউনের তৃতীয় দিনে মিরপুর, পোড়াদহ, হালসা,আমলা বাজারসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। বিনা কারণে যারা বাড়ীর বাইরে ঘোরাফেরা করছে,নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রেখেছেন তাদের এ জরিমানা করেন।
তিনি বলেন, কঠোর বিধি নিষেধ চলাকালীন এই অভিযান অব্যাহত থাকবে। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Discussion about this post