কুষ্টিয়ার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়। উপজেলা পরিষদ এবং প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, প্রেসক্লাবের পক্ষে সিনিয়র সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আফতাব উদ্দিন খান, মিরপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন।
এ সময়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হারুন অর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রেজোয়ান আহমেদ, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির মিরপুর জোনাল অফিসের এজিএম (ও এন্ড এম) শামীম হুসাইন, উপজেলা সহকারী প্রোগ্রামার মিরাজুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুম মুনিরা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুল ইসলাম নান্নু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহুরুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার, উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন আখতার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণক জিন্নাত জাহান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল মতিন। সন্ধ্যায় কেন্দ্রীয় শহিদ মিনারে মোমবাতি প্রজ্জ্বল করা হয়।
রুবেল//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ১৪,২০২৩//