স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার মিরপুরে মৌলিক সাক্ষরতা প্রকল্পের (৬৪ জেলা) আওতায় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। জনসেবা স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল শনিবার সকালে উপজেলা মিলনায়তনে শিক্ষক-শিক্ষিকাদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। জনসেবা স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা প্রোগ্রাম অফিসার শারমিন আফরোজ। এতে বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি রাশেদুজ্জামান রিমন, জনসেবা স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, প্রকল্প কর্মকর্তা হাফিজ-আল-আসাদ প্রমুখ।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post