Print Date & Time : 10 May 2025 Saturday 9:11 pm

মিরপুরে শেখ কামালের জন্মবার্ষিকী পালন

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি \ কুষ্টিয়ার মিরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র শেখ কামালের ৭৩ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে

শুক্রবার (৫ আগষ্ট)সকালে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

পরে বঙ্গবন্ধুর মুর‌্যাল চত্বরে শেখ কামালের প্রকৃতিকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এছাড়াও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের’র সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল আরেফিন।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের  সভাপতি এ্যাড. আব্দুল হালিম, পৌর মেয়র হাজী এনামুল হক, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হারুন অর রশিদ, মিরপুর থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম, চিথলয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তল, ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান মামুন,ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির বিশ্বাস, তালবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডল, বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সাইদুল প্রমুখ।

আর//দৈনিক দেশতথ্য//৫ আগষ্ট-২০২২