কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
সোমবার রাত আনুমানিক ১০ সময় উপজেলার কুর্শা ইউনিয়নের পুটিমারি গ্রামের পুলপাড়া নামক স্থানে পিকাপ ভ্যানের সাথে মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষের হতাহতের ঘটনা ঘটে।এ ঘটনায় মোটরসাইকেল আরোহী মেঘলা খাতুন (১৯) ঘটনাস্থলেই নিহত হন। সেকুষ্টিয়ার ইবি থানার ফকিরাবাদ গ্রামের মুহিদুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় নিহতের স্বামী মুহিদুল ইসলাম ও তার বন্ধু আসাদুল ইসলামকে আশঙ্কাজনক আবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আর//দৈনিক দেশতথ্য//১৭ মে-২০২২//