কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের হত্যাকারিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ জুলাই) সকালে প্রেসক্লাব কার্যালয়ে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি কাঞ্চন কুমার হালদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সভাপতি আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার, বাবলু রঞ্জন বিশ্বাস।
এ সময়ে ক্লাবের সহ-সভাপতি রাশেদুজ্জামান রিমন, সাবেক আহ্বায়ক হুমায়ূন কবির হিমু, যুগ্ম-সাধারণ সম্পাদক মারফত আফ্রিদী, অর্থ-সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম, দপ্তর ও প্রচার সম্পাদক ফিরোজ আহাম্মেদ, সাংবাদিক আলম মন্ডল, সুমন মাহমুদ, আশরাফুল আলম হীরা, হাফিজুর রহমান, আবুল মাজন রনি, আশিক আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময়ে বক্তরা সাংবাদিক রুবেলের হত্যাকারিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী এবং সাংবাদিকদের ৭ দিনের কর্মসূচীর সাথে একাত্মা প্রকাশ করেন।
আর//দৈনিক দেশতথ্য//৯ জুলাইল-২০২২//