Print Date & Time : 28 July 2025 Monday 11:51 am

মিরপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে সাপের কামড়ে লামিয়া খাতুন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৮টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লামিয়া খাতুন মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা খাদিমপুর এলাকার সুমন আলীর মেয়ে।

লামিয়ার বাবা সুমন আলী জানান, রাতে লামিয়া তার মায়ের কাছে ঘুমিয়ে ছিলো। গভীর রাতে তাকে সাপে কামড় দিলে সে যন্ত্রনায় ছটফট করতে থাকে। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।