মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি \ কুষ্টিয়ার মিরপুরে সিভিডিপি’র মাসিক যৌথ সভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বগুড়াস্থ পল্লী উন্নয়ন একাডেমীর বাস্তবায়নে এবং সহকারী প্রকল্প পরিচালকের কার্যালয় (সিভিডিপি) ৩য় পর্যায়ের আয়োজনে বৃহস্পতিবার (৪ আগষ্ট) সকালে উপজেলা মিলনায়তনে এ মাসিক যৌথ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন।
এতে বিশেষ অতিথি ছিলেন জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক আনিছুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুল ইসলাম নান্নু, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক শিরিনা পারভিন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন আখতার।
একতারপুর সরকারি প্রাথিমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমানের পরিচালনা এ সময়ে বক্তব্য রাখেন গোপালপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম হাসান, বীজনগর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক নিয়ামুল কাদের মানিক, ফকিরাবাদ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের কর্মী আসমা হক প্রমুখ।
আর//দৈনিক দেশতথ্য//৪ আগষ্ট-২০২২

Discussion about this post