কুষ্টিয়ার মিরপুরে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৭দিন ব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ১৭ মার্চ-২০২২ বৃহস্পতিবার সকালে কাঁঠাল চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন।
বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র হাজী এনামুল হক, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হারুন অর রশিদ, মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন কুমার হালদার প্রমুখ। পরে অতিথিবৃন্দ মেলার স্টল ঘুরে দেখেন।
এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ১৭,২০২২//