Print Date & Time : 22 April 2025 Tuesday 4:16 pm

মিরপুরে সূর্যসেনা প্রতিবন্ধী সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে সূর্যসেনা প্রতিবন্ধী সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে মিরপুর থানার পাশে অবস্থিত সংস্থার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সংস্থার সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা (রেজিষ্ট্রেশন) মাসুদুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, জেলা হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা মাহমুল হাসিব, প্রবেশন কর্মকর্তা আরিফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন কুমার হালদার, সহ-সভাপতি রাশেদুজ্জামান রিমন। সংস্থার সাধারণ সম্পাদক সামিউল হকের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি মহিদুল ইসলাম, অর্থ-সম্পাদক মাহাবুব আলম লিটন, ক্রীড়া সম্পাদক রানু খাতুন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক আশা খাতুন প্রমুখ। সভায় গত সভার রেজুলেশন পাশ, নির্বাচন ও কমিটি অনুমোদন, গঠনতন্ত্র সংশোধন, চুড়ান্ত ভোটার তালিকা করার লক্ষ্যে মৃত ভোটার বাদ ও নতুন ভোটার অর্ন্তভূক্তি, দাতা সংস্থা থেকে কয়েক বছর অর্থ বরাদ্দ না পাওয়ায় স্থানীয়ভাবে অর্থ সংগ্রহ করা, নতুন প্রকল্প প্রেরণ, অফিসের বিদ্যুৎ সংযোগ, কর্মী নিয়োগ, আর্থিক নীতিমালা ও মানবসম্পদ নীতিমালা প্রস্তুত বিষয় আলোচনা করা হয়।