Print Date & Time : 21 August 2025 Thursday 11:22 pm

মিরপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মারফত আফ্রিদী, মিরপুর:
কুষ্টিয়ার মিরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মিরপুর উপজেলা ও পৌর স্বেছাসেবক দলের আয়োজনে বুধবার (২০ আগষ্ট) বিকেলে মিরপুর উপজেলা বিএনপি’র কার্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
মিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহিদ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, মিরপুর উপজেলা বিএনপির সভাপতি হাজী আশরাফুজ্জামান শাহিন। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, মিরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা স্বেছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন জোয়ার্দ্দার। এসময় উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী, ধুবইল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, পৌর স্বেছাসেবক দলের আহবায়ক মনির হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নাসিরুজ্জামান রানা, উপজেলা কৃষকদলের আহবায়ক এ্যাড. খাইরুজ্জামান খাইরুল প্রমুখ। এসময় মিরপুর উপজেলা, পৌর ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।