Print Date & Time : 22 April 2025 Tuesday 4:50 pm

মিরপুরে সড়ক দূর্ঘটনায় একজন নিহত

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দূর্ঘটনায় মোহাম্মদ বাদশা (২৭) নামে একজন নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার সদরপুর ইউনিয়নের বড়বাড়ীয়া তমালতলা নামক স্থানে ছাগলের সাথে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাদশা পাকা রাস্তার উপর ছিটকে পড়ে মারাত্মক আহত হন।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত বাদশা উপজেলার আজমপুর শীতল পাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে। জানাযায়, বাদশা পাঁচ বছর যাবৎ মালয়েশিয়ায় ছিলেন। গত দুই মাস আগে দেশে ফিরেছেন এবং এক মাস আগে উপজেলার মালিপাড়ায় বিয়ে করেন। সকাল ১০টায় শ্বশুর বাড়ী থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ীতে ফিরছিলেন।

এরপর পথিমধ্যে তমালতলা নামক স্থানে পৌঁছালে রাস্তার উপর ছাগলের সাথে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ ঘটে। মিরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৮ আগষ্ট ২০২৩