Print Date & Time : 23 August 2025 Saturday 1:00 pm

মিরপুরে হত দরিদ্র শাহানাজকে ইউএনও’র পক্ষ থেকে সহায়তা

মারফত আফ্রিদী, মিরপুর :
কুষ্টিয়ার মিরপুরে হতদরিদ্র শাহানাজকে উপজেলা নির্বাহী অফিসার ২ বান্ডিল ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

সোমবার বিকেলে ধুবইল ইউনিয়নের গোবিন্দগুনিয়া গ্রামে হতদরিদ্র শাহানাজের বাড়ীতে উপস্থিত হয়ে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম এসব সহায়তা প্রদান করেন।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাংবাদিক হুমায়ুন কবির হিমু প্রমুখ উপস্থিত ছিলেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম বলেন হতদরিদ্র, প্রতিবন্ধী, বৃদ্ধ-বৃদ্ধা, গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের সহযোগিতা প্রদানের ক্ষেত্রে মিরপুর উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।