স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার মিরপুরে হাজী কল্যাণ পরিষদের বাৎসরিক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ মার্চ-২০২২ শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা হাজী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ আব্দুল হালিম। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের। উপজেলা হাজী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ আব্দুস সালাম ও প্রচার সম্পাদক আলহাজ্ব আছাদুর রহমান বাবুর যৌথ পরিচালনায় এ সময়ে উপজেলা হাজী কল্যাণ পরিষদের উপদেষ্টা আলহাজ্ব মাওলানা জহুরুল ইসলাম, সহ-সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল মতিন, আলহাজ্ব শেখ আবুল হাশেম, ধর্মীয় সম্পাদক আলহাজ্ব মুফতি হাবিবুল্লাহ, সহ-ধর্মীয় সম্পাদক আলহাজ্ব তৌকিবুল্লাহ, ভেদামারী মাদ্রাসার সুপার আলহাজ্ব মুফতি মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় উপজেলা হাজী কল্যাণ পরিষদের কোষাধ্যক্ষ আলহাজ্ব আনোয়ার হোসেন বাৎসরিক আয়-ব্যয়ের হিবাস পেশ করেন। পরে এক দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post