মারফত আফ্রিদ, মিরপুর :
কুষ্টিয়ার মিরপুরে অভিযান চালিয়ে ১২ লক্ষ টাকার নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা নামক স্থানে আব্দুল গণি মোল্লার বাসার নীচতলার গোডাউন হতে ২৫৯৩ কেজি অবৈধ নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।
যার আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা। অভিযানে নেতৃত্ব প্রদান করেন মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেশকাতুল ইসলাম।
অভিযানে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়ন ও কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তর সার্বিক সহায়তা প্রদান করেন। অবৈধ নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ রাখার অপরাধে আব্দুল গণি মোল্লাকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর অধীন ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেশকাতুল ইসলাম বলেন এধরনের অভিযান অব্যাহত থাকবে।