Print Date & Time : 13 July 2025 Sunday 12:50 am

মিরপুরে ১৪শ’ ৫৭ পিচ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক

কুষ্টিয়ার মিরপুরে ১৪শ’ ৫৭ পিচ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে স্থানীয় থানা পুলিশ আটক করেছে।

শুক্রবার সকাল সাড়ে ১১টার সময় মিরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম তার নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংকালে বলেন, ১ জুন’ ২০২৩ইং বিকেল সাড়ে ৫টার সময় উপজেলার ধুবইল ইউনিয়নের গোবিন্দগুনিয়া ব্রীজের পাশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুজাত আলী (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে টয়লেটের মাধ্যমে তার পেটের মধ্যে থেকে ৪৫টি ইয়াবার পুটলি বের করা হয়।

পুটলি গুলো খুলে ১৪শ’ ৫৭টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৪ লক্ষ ৩৭ হাজার ১শ’ টাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬(১) সারণী ১০(ক) ধারায় মাদক ব্যবসায়ী সুজাতের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু হয়। যার নম্বর ০১, তাং ০১/০৬/২০২৩ইং। এসময় উপস্থিত ছিলেন, এসআই এমদাদুল হক, এসআই দিপন, এএসআই মেহেদী হাসান প্রমুখ।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২ জুন ২০২৩