Print Date & Time : 28 August 2025 Thursday 7:52 am

মিরপুরে ১৪ প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ

মারফত আফ্রিদী, মিরপুর:
কুষ্টিয়ার মিরপুরে ১৫ জন অসহায় প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে মিরপুর উপজেলা প্রশাসন ও জেলা প্রতিবন্ধী সেবা সাহায্যে কেন্দ্র’র আয়োজনে মিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এসব হুইর চেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত থেকে এসব হুইল চেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার জামশেদ আলী, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, উপজেলা বিএনপি’র সভাপতি হাজী আশরাফুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশীদ, পল্লী সঞ্চয় ব্যায়কের ম্যানের সোহেল রানা প্রমুখ। উপজেলা সমাজ সেবা অফিসার জামসেদ আলী জানান, জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন হতে প্রাপ্ত ১৩ টি হুইল চেয়ার এবং ২ টি ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে।