এম আনোয়ার হোসেন নিশি, কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।
কুষ্টিয়া-২, মিরপুর-ভেড়ামারা আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু এমপি’র পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করেন মিরপুর উপজেলা জাসদের নেতৃবৃন্দ।
রবিবার বিকালে উপজেলা পরিষদের সভাকক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুলাহ, সাগরখালী আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলহাজ¦ রবিউল ইসলাম।
উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা জাসদের যুগ্ম-সাধারন সম্পাদক কারশেদ আলম, সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দীন, কুষ্টিয়া জেলা জাতীয় যুবজোটের সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা জাতীয় যুবজোটের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান বিদ্যুৎ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মুক্তিছুর রহমান মীর্জাসহ জাসদ জাতীয় যুবজোট বাংলাদেশ ছাত্রলীগ ও দৈনিক পত্রিকার সাংবাদিকবৃন্দ। সম্প্রতি মিরপুর উপজেলা নির্বাহী অফিসার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে মাগুরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে বদলির আদেশ পান।
১৭-১২-২০২২ রবিবার ছিলো উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদেরের শেষ কর্মদিবস।
দৈনিক দেশতথ্য/এসএইচ//