মিরপুর প্রতিনিধি।। কুষ্টিয়ার মিরপুর উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে সুলতানপুর সিদ্দিকীয়া সিনিয়র মাদরাসার শিক্ষক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রীরামপুর মোজাদ্দেদিয়া দাখিল মাদরাসার সুপার আজিজুল হকের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মিরপুর নাজমুল উলুম ফাযিল মাদরাসার অধ্যক্ষ ছালেহ উদ্দিনকে সভাপতি ও সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদরাসা সুপার শেখ মহিউদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি সুলতানপুর সিদ্দিকীয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ আ ন ম ফজলুর রহমান, শ্রীরামপুর মোজাদ্দেদিয়া দাখিল মাদরাসার সুপার আজিজুল হক, ভেদামারী পাঁচবাড়িয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ আলী, সহ-সম্পাদক ধলসা পয়ারী দাখিল মাদরাসার সুপার আজিজুর রহমান, সুলতানপুর সিদ্দিকীয়া সিনিয়র মাদরাসার সহকারী শিক্ষক ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক চিথলিয়া দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ আশাননগর আনঝুচর দাখিল মাদরাসার সুপার নুরুল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ ডাঙ্গাপাড়া দাখিল মাদরাসার সুপার ইব্রাহিম খলিল মুজাহিদ, দপ্তর সম্পাদক সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক কাঞ্চন কুমার হালদার, সহ-দপ্তর সম্পাদক মিরপুর নাজমুল উলুম ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক মতিয়ার রহমান, প্রচার সম্পাদক চিথলিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক হাফিজুর রহমান, সহ-প্রচার সম্পাদক সুলতানপুর সিদ্দিকীয়া সিনিয়র মাদরাসার সহকারী শিক্ষক হাসানুজ্জামান রাসেল, সমাজকল্যাণ সম্পাদক শ্রীরামপুর মোজাদ্দেদিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক নাসির উদ্দীন, সহ-সমাজকল্যাণ সম্পাদক এসএনএকে মাদরাসার ভারপ্রাপ্ত সুপার হাফিজুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ডাঙ্গাপাড়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক এবায়েদ হোসেন।
কমিটির সদস্যরা হলেন আব্দুল হান্নান, শহিদুল ইসলাম, উকিল আলী, সাইদুল হক, তজিম উদ্দিন, ইসরাফিল হক, হাসিবুল ইসলাম, মনিরুজ্জামান, আব্দুল মোতালেব, রেজাউল করিম, ইব্রাহিম হোসেন, আব্দুল লতিফ, রেজাউল করিম, মহসিন আলী, সাইদুল ইসলাম ও নেছার আহমেদ।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১১ মার্চ ২০২৪